আগরতলা, ৯ জুলাই, ২০২৫ঃ
রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা ও ভূমিধসের মতো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করতে বুধবার ত্রিপুরার ৮টি জেলায় একযোগে আয়োজিত হলো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া। রাজ্যের প্রায় ৯২ টি স্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় দেড় হাজারের বেশি প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
পশ্চিম ত্রিপুরা জেলার মোট ১৩টি স্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়। মূলত বন্যা ও ভূমিধসের পরবর্তী উদ্ধারকাজ এবং বিপদাপন্ন ব্যক্তিদের দ্রুত সুরক্ষিত স্থানে স্থানান্তরের ওপর গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
জেলার জেলাশাসক ড. বিশাল কুমার জানান, “এই মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে জেলার বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি এবং সামগ্রিক সমন্বয় দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
এই মহড়ায় অংশ নেয় রাজ্য পুলিশ, আসাম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ, এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, এনসিসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লাইন বিভাগ ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা রাজ্যের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আরও শক্তিশালী করেছে।
মহড়ার অন্যতম লক্ষ্য ছিল বিপদসংকুল এলাকাগুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়, তা শেখানো। এছাড়া, অংশীদার সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও বাস্তবভিত্তিক প্রস্তুতি অনুশীলনও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল।