আগরতলা, ৯ জুলাই, ২০২৫ঃ
টানা বৃষ্টির ফলে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে মুপা ও দিয়াখোরের মধ্যবর্তী স্থানে ধসের কারণে রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। এর জেরে আগরতলা থেকে ছাড়ার এবং আগরতলাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালের জুলাই মাসের জন্য বেশ কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে বাতিল রাখা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে ১১ জুলাইয়ের এসএমভিটি বেঙ্গালুরু–আগরতলা হমসফর এক্সপ্রেস এবং ১৩ জুলাইয়ের তিরুবনন্তপুরম সেন্ট্রাল–শিলচর এক্সপ্রেস।
আংশিকভাবে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে:
৮ জুলাইয়ের শিয়ালদহ–সাবরুম কানচনজঙ্ঘা এক্সপ্রেস, যা লামডিং পর্যন্ত চলবে এবং এরপরের অংশ বাতিল।
৭ জুলাইয়ের ফিরোজপুর ক্যান্ট–আগরতলা এক্সপ্রেস, যা লামডিং পর্যন্ত চলবে।
৯ জুলাইয়ের শিলচর–শিয়ালদহ কানচনজঙ্ঘা এক্সপ্রেস, যা লামডিং থেকে ছাড়বে।
১০ জুলাইয়ের আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, যা কামাখ্যা থেকে চলবে এবং আগরতলা-কামাখ্যা অংশ বাতিল।
১০ জুলাইয়ের শিলচর–তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস, যা গৌহাটি থেকে চলবে এবং শিলচর-গৌহাটি অংশ বাতিল থাকবে।
উত্তর পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই দুর্ঘটনার পেছনে মূল কারণ টানা বৃষ্টিজনিত পাহাড় ধস। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গেছে রেল সুরক্ষা বাহিনী ও ইঞ্জিনিয়ারিং টিম, এবং উদ্ধার ও রেললাইন মেরামতির কাজ চলছে দ্রুতগতিতে।