আগরতলা, ১০ জুলাই, ২০২৫ঃ
আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার অনুষ্ঠিত রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় তিনি বলেন, রাজ্য সরকার এই ডেন্টাল কলেজকে উত্তর-পূর্ব ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী জানান, এই কলেজ আগামী দিনে ত্রিপুরাকে শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই কলেজে পঠনপাঠন শুরু করা সম্ভব হয়েছে, যা সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য।
ডেন্টাল কলেজে নতুন ভবন নির্মাণ, হোস্টেল ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, এবং হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের এসব বিষয়ে যথাযথ পরিকল্পনার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
তিনি ডেন্টাল কলেজের পঠনপাঠন ব্যবস্থার মানোন্নয়নে নিয়মিত মনিটরিং বজায় রাখার পরামর্শ দেন এবং রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কাজের খোঁজখবর নেন। আই.জি.এম. হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের পর্যাপ্ত পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।