আগরতলা, ১০ জুলাই ২০২৫ঃ
২০২৬ সালের হজ যাত্রার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে এবছরের হজ যাত্রার জন্য ইচ্ছুক আবেদনকারীদের আগামী ৩১ জুলাই, ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আজ আগরতলার মেলারমাঠস্থিত হজ ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।
তিনি জানান, আবেদনকারীরা হজ কমিটির সরকারি ওয়েবসাইট hajcommittee.gov.in অথবা মোবাইল অ্যাপ “HAJ SUVIDHA”-র মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।
হজে যাওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে, যার বৈধতা অন্তত ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্যান কার্ড ও আধার কার্ড জমা দিতে হবে। এ ছাড়া নমিনির প্যান ও আধার নম্বরও আবশ্যক। আবেদনকারীদের কাছে দুটি মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক, যার মধ্যে একটি অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর হতে হবে।
চেয়ারম্যান আরও জানান, হজ যাত্রীদের প্রথম কিস্তি হিসেবে দেড় লক্ষ টাকা জমা রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, ইচ্ছুক আবেদনকারীরা সংক্ষিপ্ত হজ প্যাকেজও বেছে নিতে পারবেন অনলাইনের মাধ্যমেই। আবেদনপত্র পূরণের আগে হজ সংক্রান্ত নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকারপত্র ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক ব্যক্তিদের মেলারমাঠের হজ ভবনে অবস্থিত রাজ্য হজ কমিটির অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।