আগরতলা, ১০ জুলাই ২০২৫ঃ
বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একবার দৃশ্যমান হলো উপহার বিনিময়ের মধ্য দিয়ে। বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর শুভেচ্ছা ও সৌহার্দ্য বার্তা হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে উপহার পাঠিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু হাঁড়িভাঙা আম। উপহারে ছিল মোট ৩০০ কেজি রংপুরের বিখ্যাত এই আম।
এই বিশেষ উপহার বৃহস্পতিবার বিকাল ৫টার সময় ভারতের আগরতলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। উপহারের আমগুলো ত্রিপুরা সরকারের কর্মকর্তাদের উপস্থিতিতে গ্রহণ করা হয়।
হাঁড়িভাঙা আম বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে উৎপন্ন একটি জ্ঞাত ও জনপ্রিয় জাত। এটি মূলত তার অতুলনীয় স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণের জন্য প্রসিদ্ধ। প্রতিবছর আম মৌসুমে হাঁড়িভাঙা আম বাংলাদেশের অভ্যন্তরে যেমন চাহিদাসম্পন্ন, তেমনি তা আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কূটনৈতিক সৌহার্দ্য বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের এই আম উপহার দিয়ে আসছে।
এমন আন্তরিক উপহারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ হবে বলে মনে করছেন ত্রিপুরা প্রশাসন। মুখ্যমন্ত্রী মানিক সাহাও বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই সৌজন্যমূলক উপহারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা প্রতিবেশী দেশসমূহে আম, কাঁঠাল, মধু প্রভৃতি মৌসুমি ফল উপহার পাঠিয়ে সৌহার্দ্য রক্ষার ঐতিহ্য অব্যাহত রেখেছেন।