আগরতলা, ১০ জুলাই, ২০২৫ঃ
উত্তর পূর্ব রেলওয়ে লুমডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল পুনরায় চালু করতে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে। মুপা ও দিহাখো স্টেশনের মাঝামাঝি অঞ্চলে টানা বর্ষণের ফলে ভূমিধস দেখা দেওয়ায় ওই রেলপথে পরিষেবা ব্যাহত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, দুর্গম পার্বত্য অঞ্চল হওয়া সত্ত্বেও একাধিক ইঞ্জিনিয়ারিং ও সুরক্ষা টিম দিনরাত এক করে নিরলসভাবে কাজ করে চলেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরিষেবা স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। খুব শীঘ্রই ট্রেন পরিষেবা পুনরায় চালু হবে বলে আশা প্রকাশ করেছে এন.এফ. রেলওয়ে।
তবে ততদিন পর্যন্ত বেশ কিছু ট্রেন সম্পূর্ণভাবে এবং কিছু আংশিকভাবে বাতিল রাখা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে:
১১ জুলাইয়ের এসএমভিটি বেঙ্গালুরু–আগরতলা হমসফর এক্সপ্রেস
১৩ জুলাইয়ের তিরুবনন্তপুরম সেন্ট্রাল–শিলচর এক্সপ্রেস
আংশিকভাবে বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে:
৮ জুলাইয়ের শিয়ালদহ–সাবরুম কানচনজঙ্ঘা এক্সপ্রেস (শুধু লামডিং পর্যন্ত চলবে)
৭ জুলাইয়ের ফিরোজপুর ক্যান্ট–আগরতলা এক্সপ্রেস (শুধু লামডিং পর্যন্ত চলবে)
৯ জুলাইয়ের শিলচর–শিয়ালদহ কানচনজঙ্ঘা এক্সপ্রেস (শুধু লামডিং থেকে ছাড়বে)
১০ জুলাইয়ের আগরতলা–লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস (শুধু কামাখ্যা থেকে চলবে)
১০ জুলাইয়ের শিলচর–তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস (শুধু গৌহাটি থেকে চলবে)
উত্তর পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, “এই পরিস্থিতির মূল কারণ টানা বৃষ্টিজনিত পাহাড় ধস। যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রেখে রেল সুরক্ষা বাহিনী এবং প্রকৌশল টিম দ্রুততার সাথে উদ্ধার ও মেরামতির কাজ চালাচ্ছে।”
রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগ কমাতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থার কথাও বিবেচনা করছে।