আগরতলা, ১১ জুলাই, ২০২৫ঃ
শিক্ষক নিয়োগে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, বিলম্ব ও প্রার্থীদের অসুবিধার প্রতিবাদে চার দফা দাবিতে ত্রিপুরা শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের কাছে আজ ডেপুটেশন দিল ট্রাইবেল ইয়ুথ ফেডারেশন, টিওয়াইএফ। শিক্ষা ভবনে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে টিওয়াইএফ প্রতিনিধি দল তাদের দাবিগুলি তুলে ধরেন।
তাদের দাবি, পূর্বের মতো প্রতি বছর দু’বার টেট পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ২০২১ সাল থেকে বন্ধ হয়ে থাকা এসটিজিটি (স্নাতক শিক্ষক নিয়োগ) ও এসটিপিজিটি (স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ) পরীক্ষাগুলি পুনরায় শুরু করার দাবিও তোলা হয়। ককবরক ভাষার টেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র বাংলা ও রোমান উভয় লিপিতে প্রস্তুত করার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে প্রার্থীদের ভাষাগত সমস্যা না হয়। এছাড়া, প্রতিটি টেট পরীক্ষায় তপশিলি জাতি প্রার্থীদের জন্য ৫০ শতাংশ কাট-অফ নম্বর নির্ধারণের দাবিও জানানো হয়।
ডেপুটেশন শেষে টিওয়াইএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, টিআরবিটি চেয়ারম্যান তাদের দাবিগুলিকে যথাযথ বলে বিবেচনা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বিষয়গুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে এই দাবিগুলিকে অতি জরুরি বলে উল্লেখ করে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।