আগরতলা, ১১ জুলাই, ২০২৫ঃ
দীর্ঘ প্রতীক্ষার পর আগরতলা থেকে ব্যাঙ্গালোরগামী হমসফর এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৫০৪ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আগামী ১২ জুলাই, ২০২৫ থেকে ট্রেনটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগরতলা থেকেই যাত্রা শুরু করবে।
প্রসঙ্গত, এই ট্রেনটি কিছুদিন আগে গुवাহাটি থেকে সংক্ষিপ্তভাবে যাত্রা শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে এখন আগরতলা থেকেই ট্রেনটি চলাচল করবে বলে জানিয়েছেন রেল দপ্তরের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিনজল কিশোর শর্মা।
অন্যদিকে, লুমডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ভূমিধস ও পাথরের ধ্বংসাবশেষ জমে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে রাঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস, ট্রেন নম্বর ১৫৬১১, যেটি ১১ জুলাই রাঙ্গিয়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি বাতিল রাখা হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লুমডিং বিভাগের মুপা ও দিহাখো স্টেশনের মাঝামাঝি অঞ্চলে মাটি, পাথর ও ধ্বংসাবশেষ পড়ে যাওয়ায় রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনঃস্থাপনের কাজ জোর কদমে চলছে এবং ওই রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হচ্ছে।
এদিকে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১১ জুলাই, শিলচর থেকে গৌহাটী পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের প্রকাশিত প্রেস বিবৃতি অনুযায়ী, ট্রেন নম্বর ০৫৬৩১ (শিলচর-গৌহাটি) শিলচর থেকে যাত্রা শুরু করবে বিকেল ৩টা (১৫:০০ ঘণ্টা) নাগাদ এবং গন্তব্য গৌহাটীতে পৌঁছাবে রাত ২:৩০টায়, ১২ জুলাই, ২০২৫ তারিখে।
এই বিশেষ ট্রেনটির স্টপেজগুলির মধ্যে রয়েছে, বদরপুর, বিহারা, ডিটকছেরা, নিউ হাফলং, মহুর, মইবাং, লাংতিং, হাতিখালি, লুমডিং, লংকা, হোজাই, চাপারমুখ এবং জাগিরোড।
রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল ট্রেন পরিষেবাও ধাপে ধাপে পুনরায় চালু করা হবে। আগরতলা ও ত্রিপুরার যাত্রীদের জন্য এটি একটি স্বস্তির খবর।