আগরতলা, ১২ জুলাই, ২০২৫ঃ
আগরতলা শহরের দ্রুত প্রসারমান জনসংখ্যা ও নাগরিক পরিকাঠামোর চাহিদাকে মাথায় রেখে আগরতলা পুর নিগমকে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে পুর নিগমের অধীনে থাকা ৫১টি ওয়ার্ডের সঙ্গে আরও ৪৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ইতিমধ্যে পেশ করা হয়েছে।
শুক্রবার আগরতলা পুর নিগমের কর্পোরেটদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই পরিকল্পনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, প্রস্তাবিত এলাকাগুলিতে প্রাথমিকভাবে পৌর পরিষেবাগুলি পৌঁছে দেওয়া হবে, এরপর ধাপে ধাপে এই অঞ্চলগুলিকে পুর নিগমের আওতাভুক্ত করা হবে।
মেয়র দীপক মজুমদার বলেন, “আগামী ২০ বছরের জন্য আগরতলার একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। শহরের ভবিষ্যৎ জনসংখ্যা, পরিকাঠামো এবং নাগরিক জীবনমানের উন্নয়নের বিষয় মাথায় রেখেই এই পরিকল্পনা।”
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মানিক সাহার ‘গ্রেটার আগরতলা’ গড়ে তোলার ইচ্ছাকেই সামনে রেখে এই সম্প্রসারণ পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও পরিকল্পনাটি এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভাব্য সম্প্রসারণের পরিসর ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শহরের পশ্চিম দিকে বাংলাদেশ সীমান্ত থাকায় সম্প্রসারণের সুযোগ সীমিত। ফলে, সম্প্রসারণের মূল লক্ষ্য পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে। উত্তরে উষা বাজার পর্যন্ত (বিমানবন্দরের দিক), পূর্বদিকে মজলিশপুর ব্লক পর্যন্ত এবং দক্ষিণে ডুকলি ব্লক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।
এই সম্প্রসারণের মাধ্যমে শহরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি একটি আধুনিক ও পরিকল্পিত ‘গ্রেটার আগরতলা’ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার ও পুর নিগম।