আগরতলা, ১২ জুলাই, ২০২৫ঃ
দুই দিনের টানা বর্ষণে বিলোনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে জল ঢুকে পড়ে, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতার। এই পরিস্থিতিতে শনিবার বিলোনিয়া সফরে এসে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। তিনি অভিযোগ করেন, অতীতে জল নিস্কাশনের সুপরিকল্পিত ব্যবস্থা থাকলেও গত তিন বছরে বিএমসি’র অদক্ষতা ও পরিকল্পনার অভাবে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশিষ সাহা বলেন, জল জমা নিয়ে বিলোনিয়াবাসীর পূর্বে তেমন অভিজ্ঞতা না থাকলেও বর্তমান পৌর প্রশাসনের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ আজ দুর্ভোগের শিকার। তিনি বিএমসি পরিচালনায় অবৈজ্ঞানিকতা এবং জনগণের প্রতি দায়িত্বহীনতার অভিযোগ তোলেন।
পরে জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি-এর সাথে সাক্ষাৎ করে আশিষ সাহা ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের পাশে দাঁড়ানোর দাবিও জানান। পাশাপাশি কংগ্রেস ভবনে কিষান কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি আমজাদ নগর এলাকায় পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ও জেলা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।