আগরতলা, ১৩ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের দাবি জানিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
রবিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি বলেন, “বিহারের মতোই উত্তর-পূর্ব ভারত, বিশেষ করে ত্রিপুরায়ও ভোটার তালিকায় নিবিড় সংশোধন হওয়া উচিত। এবং এই প্রক্রিয়ায় আমাদের আদিবাসী তিপ্রাসা মানুষ ও কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করাও জরুরি।”
তিনি প্রশ্ন তোলেন, “বিহার যদি গুরুত্বপূর্ণ হয়, তবে উত্তর-পূর্ব ভারত নয় কেন? আমরা কি ভারতের সন্তান নই?” প্রদ্যুৎ কিশোর আরও জানান, তিপ্রামথা দলের বিধায়কদের উচিত নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে ত্রিপুরায় এই সংশোধনী প্রক্রিয়া শুরু করার দাবি জানানো।
তিনি আহ্বান জানান উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মানুষদের প্রতি, যাতে তারা তাঁদের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করে একই দাবিতে পদক্ষেপ নিতে।
বিগত কয়েক সপ্তাহ ধরে তিপ্রামথা দল অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে রাজ্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছে। গত ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও বিতারণের পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। সেই পর থেকেই রাজ্যে নতুন করে আন্দোলনের ঝড় তোলে তিপ্রামথা।