আগরতলা, ১৩ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার আধ্যাত্মিক পর্যটন জগতে যুক্ত হতে চলেছে এক অনন্য পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় ও মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে উদয়পুরের বনদোয়ারে গড়ে উঠছে এক অনন্য ধর্মীয় পর্যটন কেন্দ্র, ৫১ শক্তিপীঠ পার্ক।
রবিবার মুখ্যমন্ত্রীর শুভ উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৭.৭০ কোটি টাকা। এতে থাকবে ভারতের ৫১টি পবিত্র শক্তিপীঠের অবিকল প্রতিরূপ, রাজ্যের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ, ৪০০ আসন বিশিষ্ট অ্যাম্পিথিয়েটার, রাজ্যের সবচেয়ে বড় নটরাজ মূর্তি, এবং আধুনিক পর্যটন সুবিধা সম্বলিত নানা আয়োজন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পৌরাণিক কাহিনি অনুসারে দেবী সতীর দেহাবশেষ ভারতবর্ষের ৫১টি স্থানে পতিত হয়েছিল, যার ফলেই এই শক্তিপীঠসমূহের সৃষ্টি। এই পার্ক সেই ধর্মীয় ঐতিহ্যকে সম্মান জানিয়ে গড়ে তোলা হচ্ছে।
এই শুভ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া, কাকড়াবন-শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায়, এবং রাজ্য-জেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও এক উল্লেখযোগ্য অংশ ছিল ত্রিপুরা পর্যটন বিভাগের নতুন লোগো উন্মোচন।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরা শুধু ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিবৃন্দ।