আগরতলা, ১৪ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যে বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো এবং বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে এবার একযোগে সরব হল বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার স্মার্ট মিটার ও ফুয়েল চার্জ সংযোজন নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসলো তৃণমূল কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকার গ্রাহকদের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিলে ৭৭ পয়সা করে ফুয়েল চার্জ সংযুক্ত করেছে। যার প্রভাব জুন মাসের বিলের ওপর পড়েছে। এতে অনেক গ্রাহকের বিল অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। দলের দাবি, এই অতিরিক্ত বিল অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি স্মার্ট মিটারের অনিয়মিত রিডিং, বাড়তি বিল এবং খারাপ পরিষেবার কারণে রাজ্যবাসী ভোগান্তির শিকার হচ্ছেন বলে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ তুলেছেন।
এদিন রাতে বিভিন্ন জেলা, মহকুমা ও ব্লকে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের আগরতলার বাসভবনের সামনে ধরনা কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের উপর অযৌক্তিক আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার। যদিও উপস্থিত নেতা-কর্মীর সংখ্যা কম ছিল, তবে তৃণমূল নেতৃত্ব জানিয়ে দেন যে, এই বিষয়ে তাঁরা কোনও আপোস করতে রাজি নন এবং অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবি তোলেন।