আগরতলা, ১৪ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড এক অভাবনীয় আর্থিক সাফল্যের পথে এগিয়ে চলেছে। সংস্থার চেয়ারম্যান নবাদল বণিক আজ খেজুরবাগানে নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে জানান, ২০২৪-২৫ অর্থবছরে নিগম ৯ কোটি ৮৭ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। যা আগের দুই অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ২০২২-২৩ সালে নিগমের মুনাফা ছিল ৪ কোটি ২ লক্ষ এবং ২০২৩-২৪ সালে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা।
চেয়ারম্যান জানান, রাজ্য সরকার নিগমকে লাভজনক সংস্থায় পরিণত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩ কোটি টাকা মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নিগম বর্তমানে রাজ্যের ১৩টি শিল্প এলাকায় জমি বরাদ্দ ও ব্যবস্থাপনার কাজ পরিচালনা করছে। পাশাপাশি আরও ৭টি নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইতিমধ্যেই ৯৭৫.২৬ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে বোধজংনগর, আরকে নগর, ডুকলি, ধর্মনগরসহ ৯টি অঞ্চলে আধুনিক শিল্প পরিকাঠামো তৈরির জন্য। শান্তিরবাজারে একটি নতুন রাবার পার্ক স্থাপনের কাজও শুরু হয়েছে। রাজ্য সরকার জমি হস্তান্তর করে জরিপ শুরু করেছে।
২৪টি বন্ধ শিল্প ইউনিট থেকে ২৮ একর জমি পুনরুদ্ধার করে নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে। ইতোমধ্যে ৪টি বন্ধ ইউনিট পুনরুজ্জীবিত হয়েছে। শিল্পীদের জন্য বড় সুবিধা হলো, বাধারঘাট ও এডিনগর শিল্প এলাকায় লিজ রেন্ট কমিয়ে প্রতি বর্গফুটে ৫ টাকা থেকে ৪৫ পয়সা করা হয়েছে, যার ফলে প্রায় ৬০টি ইউনিট উপকৃত হবে।
নিগমের ডিজিটাল ব্যবস্থাপনায়ও অগ্রগতি হয়েছে। সব অনুমতি, লাইসেন্স, ছাড়পত্র ইত্যাদি এখন সিঙ্গেল উইন্ডো পোর্টাল মারফত পাওয়া যাচ্ছে।