আগরতলা, ১৪ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার প্রাক্তন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সম্মানে নতুন দিল্লিতে রাস্তার নামকরণ, মূর্তি স্থাপন এবং ত্রিপুরার ঐতিহ্যবাহী মন্দিরগুলোর প্রতিলিপি নির্মাণের আবেদন জানালেন ত্রিপুরা বিধানসভার তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তিনি এই দাবি জানান।
বিধায়ক রঞ্জিত দেববর্মা তার পত্রে উল্লেখ করেন, নতুন দিল্লির একটি রাস্তাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে নামকরণ করা হোক। সেইসঙ্গে দিল্লির কোনো গুরুত্বপূর্ণ মোড়ে মহারাজার একটি মূর্তি স্থাপন এবং ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়ামে ত্রিপুরার দুটি ঐতিহাসিক মন্দির, উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির এবং আগরতলার খয়েরপুরে অবস্থিত চতুর্দশ দেবতা মন্দির এর প্রতিলিপি স্থাপনের দাবি জানান তিনি।
চিঠিতে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪৯ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন মহারানী কাঞ্চনপ্রভা দেবী ভারতের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ১৫ অক্টোবর, ১৯৪৯ থেকে ত্রিপুরা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত হয়।
তিনি আরও উল্লেখ করেন, ত্রিপুরার রাজবংশ কর্তৃক প্রতিষ্ঠিত এই দুটি মন্দির শুধু ঐতিহাসিক নিদর্শন নয়, বহু ধর্ম-বর্ণের মানুষের কাছে তা এক আস্থার কেন্দ্র। দীর্ঘদিন ধরে হাজার হাজার ভক্ত এই মন্দিরগুলিতে এসে দেব-দেবীর পূজা করে আসছেন।