আগরতলা, ১৪ জুলাই, ২০২৫ঃ
উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে অবস্থানরত নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার, ১৪ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়।
ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সুস্পষ্ট নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে একটি নিম্নচাপ এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী তিন দিন অর্থাৎ ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপজনিত সিস্টেমটি রাজ্যের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশি প্রভাব ফেলতে পারে। নদী-নালায় জলস্তর বেড়ে যাওয়া, নিচু এলাকায় জলাবদ্ধতা, ও স্থানীয় বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ত্রিপুরা রাজ্যের প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ইতিমধ্যে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।