আগরতলা, ১৫ জুলাই, ২০২৫ঃ
আগরতলা সরকারি ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালের পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি বিভাগের অধীনে পরিচালিত তামাক নিয়ন্ত্রণ কেন্দ্র তামাক আসক্তি প্রতিরোধে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিশা দেখাচ্ছে।
২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কেন্দ্রটি একটি সহানুভূতিশীল, প্রমাণভিত্তিক ও আচরণগত পদ্ধতির মাধ্যমে তামাক ব্যবহারকারীদের চিকিৎসা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের রেফার করা রোগীদের তামাক ব্যবহারের ইতিহাস বিশ্লেষণ করে একটি সমন্বিত মূল্যায়নের মাধ্যমে তাদের জন্য ব্যক্তিগতভাবে উপযোগী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তামাক নির্ভরতার শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব বিবেচনায় রেখে কেন্দ্রটি শুধু চিকিৎসাই নয়, বরং রোগীদের সচেতন করতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। উচ্চমাত্রার নির্ভরতা থাকা রোগীদের জন্য নিকোটিন গাম-এর মতো ওষুধ নিখরচায় সরবরাহ করা হচ্ছে, যাতে তারা সহজে উইথড্রয়াল লক্ষণ সামলাতে পারেন।
এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি রোগী এই কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন এবং তাঁদের মধ্যে তামাকমুক্ত থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা রাজ্যের তামাকজনিত রোগের বোঝা কমাতে কার্যকর ভূমিকা রাখছে।
তামাক নিয়ন্ত্রণ কেন্দ্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর ধারাবাহিক ফলো-আপ ব্যবস্থা, যা রোগীদের অনুপ্রাণিত রাখে এবং দীর্ঘমেয়াদে তামাক থেকে দূরে থাকতে সাহায্য করে। শুধুমাত্র তামাক ত্যাগ করানোই নয়, বরং তা ধরে রাখতে এবং ভবিষ্যতে পুনরায় আসক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও সহায়তা করা হয়।