আগরতলা, ৮ মে, ২০২৫ঃ
ত্রিপুরায় সরকারি সরবরাহ পানীয় জলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা জল বোর্ড। রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ মে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জল বিল এবং অবৈধ সংযোগ নিয়মিতকরণের ফি বাড়ানো হয়েছে। এই নতুন হার ১ জুন ২০২৫ থেকে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলের সাধারণ বাসিন্দাদের জন্য প্রতি মাসে জল বিল ৪০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। তবে বাণিজ্যিক সংযোগের জন্য জল বিল পূর্বের মতোই ৩০০ টাকা মাসিক হারেই বহাল থাকছে। অন্যদিকে, যেসব গ্রাহক অবৈধ জল সংযোগ নিয়মিত করতে চান, তাদের এখন ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা ফি দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সব বাণিজ্যিক জল সংযোগ মিটারভিত্তিক হতে হবে এবং যেসব সংযোগ ঘরোয়া নয়, সেগুলি বাণিজ্যিক সংযোগ হিসেবে গণ্য হবে। সেই অনুযায়ী এএমসি এর রেজিস্ট্রেশনের সাথে তথ্য যাচাই করে রেকর্ড সংশোধন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
এই সিদ্ধান্তের ফলে রাজ্যে জল সরবরাহের খাতে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে জল বিল বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের মধ্যে কিছুটা অসন্তোষও দেখা দিতে পারে।