আগরতলা, ১৫ জুলাই, ২০২৫
রাজ্যে শিক্ষা খাতে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে মোট ১,৬১৫ জন শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। আজ আগরতলাস্থ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী জানান, স্নাতকোত্তর স্তরে ৯১৫ জন শিক্ষক নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরার মাধ্যমে। যারা স্নাতকোত্তর পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন এবং বিএড ডিগ্রি রয়েছে, তারাই এই পরীক্ষায় বসার যোগ্য হবেন।
এছাড়াও, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে স্নাতক স্তরের ৭০০ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা অনেকটাই দূর হবে বলে মনে করছে প্রশাসন।
শুধু বিদ্যালয় শিক্ষা নয়, উচ্চশিক্ষা ক্ষেত্রেও মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ৩৭টি বিভিন্ন পদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পরিচালনা করবে।
স্বাস্থ্য খাতেও কিছু নিয়োগের ঘোষণা হয়েছে। পর্যটনমন্ত্রী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ৬ জন ডেন্টাল মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে, এবং এই নিয়োগ সম্পন্ন করবে টিপিএসসি।