আগরতলা, ১৬ জুলাই,২০২৫ঃ
ত্রিপুরায় প্রবেশের মুখে আসাম আগরতলা জাতীয় সড়কের থেকে ১০ কোটি টাকা মূল্যের এক লক্ষ ইয়াবা ট্যাবলেট আটক করল তেলিয়ামুড়া থানা পুলিশ। আঠারোমুড়া পাহাড়ের ৪১ মাইল এলাকায় এক নাকা চেকিং চলাকালীন একটি অটো রিক্সা থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বুধবার।
জানা গেছে, একটি অটোরিক্সাতে আমবাসা থেকে আগরতলার দিকে আসছিল সন্দেহভাজন দুই ব্যক্তি। মুঙ্গিয়াকামি থানার পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায় এবং তখনই গাড়ির ভিতর থেকে ওষুধজাতীয় বস্তুর গন্ধ পেয়ে সন্দেহ দানা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামি থানার ওসি ও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, সঙ্গে ছিলেন একজন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
পরে অটোরিক্সা চালকের সিটের নিচে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় এই ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় গাড়ির চালক বিকাশ দেব এবং তার সহযোগী সুমন মজুমদার-কে গ্রেফতার করা হয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান, আটককৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা এবং এটি একটি বড় মাদকচক্রের অংশ বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, আসাম রাইফেলসের ২৮ নম্বর ব্যাটেলিয়ন ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স এর যৌথ অভিযানে একটি সিমেন্টবোঝাই লড়ি থেকে প্রায় ৩০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক যদিও পালিয়ে যায়। উদ্ধার ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক পাচার মূল্য প্রায় এক কোটি টাকা।