আগরতলা, ১৬ জুলাই, ২০২৫ঃ
রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারি কর্মীদের।” আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পূর্ত দপ্তরের সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগপ্রাপ্তদের মধ্যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ১৮৪ জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার নিজের প্রয়োজনেই নিয়োগ করে। কিন্তু চাকরি পেয়ে দায়িত্ববোধের সঙ্গে, উদ্ভাবনী চিন্তায় ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি জানান, ২৭ জুন পর্যন্ত রাজ্যে ডাই-ইন-হারনেস সহ মোট ১৯,৪৮৪ জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। ১ জুলাই ৭৪ জন এবং আজ ১৮৪ জনের নিয়োগের ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৭৪২।
মুখ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বাজেট ৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, এনআইটি-তে ৯৮২টি, পলিটেকনিকে ৯৯০টি এবং অন্যান্য টেকনিক্যাল কলেজে ১,০৯৩টি ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে। এছাড়া তিনি জানান, আগরতলা বাইপাস, আইজিএম-রাধানগর উড়ালপুল, মোটরস্ট্যান্ডে মাল্টিস্টোরেড পার্কিং, এবং উদয়পুরের উড়ালপুল চালু হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।
সবশেষে মুখ্যমন্ত্রী কর্মপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, “নিজের ভাবমূর্তিকে বিবেকের কাছে স্বচ্ছ রেখে দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করাই উচিত।”