আগরতলা, ১৮ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরায় পরিকাঠামোগত উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস আয়োজিত ‘ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন’ শীর্ষক আলোচনা চক্রে মুখ্যমন্ত্রী জানান, ভারতমালা প্রকল্পের অধীনে আগরতলা শহরে প্রায় ৪৯ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও রাজ্যের সামগ্রিক অগ্রগতির জন্য উন্নত পরিকাঠামো অপরিহার্য। আমরা আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি।” তিনি আরও জানান, এই বছরের রাজ্য বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৭ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, রাজ্যে পূর্ত দপ্তরের সড়ক ও সেতু বিভাগের অধীনে বর্তমানে প্রায় ১০,৮১৮ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে ৫০৯ কিলোমিটার সড়ক ইতিমধ্যে ডাবল লেনে উন্নীত হয়েছে। রাজ্যে ৯২৩ কিলোমিটার জাতীয় সড়ক এবং ৩,৯৩৯টি সেতু ও কালভার্ট রয়েছে। পাশাপাশি যানজট হ্রাসের লক্ষ্যে নতুন উড়ালপুল নির্মাণ এবং সমস্ত রেলস্টেশনকে জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় নির্মাণকাজে আধুনিক প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি গুর্খাবস্তিতে সুউচ্চ আধুনিক অফিস ভবন নির্মাণের কথাও জানান। পাশাপাশি, রাজ্যের রেল ও সড়ক যোগাযোগ, জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সহ সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।