আগরতলা, ১৮ জুলাই ২০২৫ঃ
২০২২ সালে অনুষ্ঠিত এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে ত্রিপুরার হাজারো পরীক্ষার্থী। দীর্ঘ প্রতীক্ষার পরেও ফলাফল প্রকাশ না হওয়ায় শুক্রবার পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানান।
বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চালালেও, এসটিজিটি পরীক্ষার্থীদের নিয়োগে অগ্রগতি না থাকায় তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। শিক্ষা দপ্তরের পাশাপাশি পূর্ত দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের মধ্যেই যখন অন্যান্য চাকরি প্রার্থীরা নিয়োগপত্র পাচ্ছেন, তখন এসটিজিটি পরীক্ষার্থীরা চতুর্দিকে অবহেলার শিকার বলেই মনে করছেন।
প্রতিবাদী পরীক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক উদাসীনতার কারণে ২০২২ সালে পরীক্ষা হওয়ার পর প্রায় চার বছর কেটে গেলেও ফলাফল প্রকাশ করা হয়নি। এই অবস্থায় অনতিবিলম্বে ফলাফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জোরালো বিক্ষোভে সামিল হন তারা।
বিক্ষোভ চলাকালীন পুলিশ এসে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
পরীক্ষার্থীদের দাবি, অবিলম্বে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নাহলে তারা আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। এর আগেও এই এসটিজিটি প্রার্থীরা ফলাফল ঘোষণা করে নিয়োগের দাবিতে রাতের বেশ কয়েকজন মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখান। চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ তাদের অনুমতি দেয়নি।