আগরতলা, ১৮ জুলাই, ২০২৫ঃ
রাজ্যের কলেজগুলিতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে উচ্চশিক্ষা দপ্তর। পরবর্তী সেমিস্টারের জন্য এখনও পর্যন্ত কোনও পড়াশোনা শুরু না হলেও হঠাৎ করে পরীক্ষার তারিখ ঘোষণা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেএসএফআই। শুক্রবার এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষা ভবন ঘেরাও করে।
এসএফআই তিন দফা দাবি তুলে ধরে শুক্রবার শিক্ষা ভবন অভিযানের ডাক দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সঠিক সময়ে সেমিস্টার পরীক্ষা গ্রহণ, একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে কার্যকর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেব জানান, শিক্ষার্থীদের স্বার্থেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
এসএফআই-এর অভিযোগ, নতুন শিক্ষানীতি চালু হওয়ার পর থেকেই রাজ্যের কলেজগুলিতে পরিকাঠামোগত সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে। চার বছরের পাঠ্যক্রম চালু হলেও তা বাস্তবায়নে পর্যাপ্ত প্রস্তুতির অভাব রয়েছে। এই বাস্তবতার প্রেক্ষিতে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার তারিখ নির্ধারণ করায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি পরীক্ষার জন্য ন্যূনতম এক মাসও ক্লাস নেওয়া হয়নি বলে অভিযোগ।
এসএফআই-এর প্রতিনিধিদল উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তিন দফা দাবিকে যৌক্তিক বলে মেনে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি, ছাত্রীদের নিরাপত্তা বাড়াতে রাজ্যের বিভিন্ন কলেজে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।