আগরতলা, ২২ জুলাই ২০২৫ঃ
পশ্চিমবঙ্গের সুন্দরবন ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’–এ ‘জাতীয় পতাকা দিবস’ উদযাপন করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতীয় তেরঙ্গাকে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার দিনকে স্মরণ করেই এই দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয় পতাকার গুরুত্ব বোঝাতে আয়োজন করা হয়েছিল এক শিক্ষামূলক অধিবেশন। পতাকার রংগুলির প্রতীকী তাৎপর্য, জাতীয় পতাকার ইতিহাস, এবং এর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের সার্বিক বিকাশে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে ৫,৫০,০০০ টাকা দেওয়া হয়। সঙ্গে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী ও ছাত্রছাত্রীদের একটি করে ছাতা দেওয়া হয়।
অনুষ্ঠানে নৃত্যগুরু সুদর্শন চক্রবর্তী বলেন, “জাতীয় পতাকা দিবস আমাদের সকলকে উজ্জীবিত করে। এখানকার শিক্ষার্থীদের প্রতিভা অসাধারণ—সঠিক প্রশিক্ষণ পেলে এদের মধ্য থেকেই অনেক শিল্পী উঠে আসবে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমার প্রয়াত মায়ের নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আমাদের আবেগের কেন্দ্র। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ভালোভাবে বেড়ে ওঠে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
রোটারি ক্লাবের প্রেসিডেন্ট তপন পট্টনায়ক বলেন, “জাতীয় পতাকা দিবস শুধুই একটি দিন নয়, এটি একটি ভাবনা। ছোট ছোট শিক্ষার্থীদের কাছে এই দিনটি বিশেষ, কারণ তারা কাছ থেকে জাতীয় পতাকা ও তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারে।”