আগরতলা, ১৯ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরা রাজবংশের ঐতিহ্যবাহী কের পূজায় এ বছর প্রথমবারের মতো অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার ঐতিহ্য মেনে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হলো ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ধর্মীয় উৎসব কের পূজা। পূজায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা।
কের পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা হল বিশ্বাস ও ঐক্যের প্রতীক। এটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।” তিনি জানান, এই পবিত্র দিনে উজ্জয়ন্ত প্রাসাদে গিয়ে আশীর্বাদ গ্রহণ করার সুযোগ তাঁর কাছে গর্বের বিষয়।
প্রতিবছর শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে অনুষ্ঠিত সাত দিনের খারচি পূজা শেষ হওয়ার সাত দিন পর কের পূজা শুরু হয়। ত্রিপুরার রাজবংশের এই ধর্মীয় রীতি শতাব্দী প্রাচীন। রাজন্য আমল থেকেই উজ্জয়ন্ত প্রাসাদে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যা রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
মুখ্যমন্ত্রীর এই অংশগ্রহণ কের পূজার ঐতিহ্যকে নতুন গুরুত্ব দিয়েছে বলে মত জনজাতি সমাজের প্রবীণদের। পূজার আনুষ্ঠানিকতা ও আচার-অনুষ্ঠানে ছিল গভীর ভক্তি ও নিষ্ঠার ছোঁয়া, যা রাজ্যের বহুজাতিক সংস্কৃতির পরিচয় বহন করে।