আগরতলা, ২০ জুলাই, ২০২৫ঃ
আগরতলা শহরকে একটি উন্নত ও আধুনিক শহরে রূপান্তরের লক্ষ্যে উন্নয়নমূলক কাজ চলছে। শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত গাঙ্গাইল রোড, মেলারমাঠ, অফিসলেন, জয়নগর ও দশমিঘাট এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই কথা জানান।
তিনি বলেন, শহরে আরো উড়ালপুল নির্মাণ হবে এবং তৈরি হবে আন্তর্জাতিক মানের জি-১৬ ক্যাটাগরির পেন্ডুলাম বিল্ডিং কমপ্লেক্স। পূর্ব ও পশ্চিম আগরতলা বাইপাস নির্মাণ ছাড়াও একটি ফাইভ স্টার হোটেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজ্যজুড়ে পরিকাঠামো উন্নয়নে ৭ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বর্তমান সরকার কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে এবং প্রতিটি এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারগুলোর আমলে দীর্ঘদিন আগরতলা পুর এলাকায় পরিকল্পনামাফিক কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় বহু সমস্যা দেখা দিয়েছে। বর্তমান সরকার সেই সমস্যাগুলি সমাধানে সচেষ্ট।
পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, জলসরবরাহসহ বিভিন্ন কাজে অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। যেসব রাস্তায় জল জমে থাকে, সেগুলি উঁচু করে উন্নত ড্রেনিং ব্যবস্থার আওতায় আনারও নির্দেশ দেন।
উন্নয়নমূলক কাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপরও তিনি গুরুত্ব দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন দেশগঠনের দক্ষ কারিগর। তাঁর দেখানো পথ অনুসরণ করেই নতুন ত্রিপুরা গঠনের কাজে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”