আগরতলা, ২১ জুলাই, ২০২৫
শালবাগান এলাকায় ফের উত্তপ্ত পরিস্থিতি। রবিবার রাতে পেট্রোল কেনাকে কেন্দ্র করে শুরু হওয়া এক তুচ্ছ বিবাদ মুহূর্তে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের, এবং আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে শালবাগানের চন্দন নামে এক ব্যক্তির দোকানে পেট্রোল নিতে গিয়েছিলেন খোকন দাস ও পাপন দেবনাথ। সেখানেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতির রূপ নেয়। ওই সময় খোকনের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন মনা দেবনাথ। অভিযোগ, খোকন মোটরসাইকেল থেকে আচমকা তরোয়াল বের করে পাপন দেবনাথের উপর একাধিকবার কোপ মারেন।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বামুটিয়া মণ্ডলের নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং পেশায় অটোচালক রাজীব সাহা। অভিযোগ, তিনি ঘটনায় জড়িয়ে পড়ে মোটরসাইকেলে বসা মনা দেবনাথের উপর চড়াও হন। এরপর কে বা কারা মনার উপর আক্রমণ চালায়, তা এখনও স্পষ্ট নয়। তবে গুরুতর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনা।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনা দেবনাথের। অন্যদিকে খোকন দাস ও পাপন দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শালবাগানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ বামুটিয়া মণ্ডলের কোষাধ্যক্ষ রাজীব সাহা ও তাপস ঘোষকে আটক করেছে। রাজীব সাহা বর্তমানে মণ্ডল সভাপতির দায়িত্বেও রয়েছেন বলে জানা গেছে।