আগরতলা, ২১ জুলাই, ২০২৫ঃ
শুধু পুথিগত বিদ্যা নয়, সমাজ ও দেশের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের এগিয়ে চলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সোমবার রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত ১০০ শতাংশ সাফল্যের রাজ্যভিত্তিক সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন।
২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৩১৬টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করেছে। এর মধ্যে প্রতীকীভাবে ৫০টি বিদ্যালয়কে আজকের অনুষ্ঠানে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে স্মারক ও অভিজ্ঞানপত্র তুলে দেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধিদের। পাশাপাশি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাফল্যভিত্তিক একটি পুস্তিকার মোড়ক উন্মোচনও করা হয়।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের সফলতা শিক্ষার্থী, শিক্ষক ও সামগ্রিক পরিবেশের উপর নির্ভর করে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের জীবনের গঠনেও তাদের বড় ভূমিকা রয়েছে। শিক্ষকরাই প্রকৃত মানুষ গড়ার কারিগর।” তিনি আরও বলেন, “শুধু পরীক্ষায় পাস করলেই চলবে না, শিক্ষার্থীদের সমাজ বদলের জন্য এগিয়ে আসতে হবে।”
শিক্ষা পরিকাঠামো উন্নয়নের দিকেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১৫৩ কোটি টাকায় ৪৪টি নতুন স্কুল ভবন নির্মাণ এবং ৮০.৮৭ কোটি টাকায় ৩৪৬টি বিদ্যালয়ের সংস্কার করা হয়েছে। আগামী অর্থবছরে ২৬৪ কোটি টাকায় ৩০টি নতুন ভবন নির্মাণ এবং ১২৩টি বিদ্যালয়ের পরিকাঠামো সংস্কারের পরিকল্পনা রয়েছে।