আগরতলা, ২১ জুলাই ২০২৫
ত্রিপুরা রাজ্যজুড়ে সোমবার সিপিআইএম-এর উদ্যোগে পালিত হল এক বিশেষ চাঁদা সংগ্রহ অভিযান, ‘সংগ্রাম তহবিল’ নামে পরিচিত এই কর্মসূচিতে একযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামেন দলের হাজার হাজার কর্মী। হাতে তহবিল বাক্স নিয়ে আগরতলার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তারা পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন দলের পরিচালনার জন্য।
সকাল থেকেই রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে দেখা যায় সিপিআইএম কর্মীদের সক্রিয়তা। দলের লাল পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। একদিকে জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ, অন্যদিকে দলের জন্য তহবিল সংগ্রহ — এই দু’য়ের সমন্বয়ে কার্যত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দলের এই উদ্যোগ নিয়ে সিপিআইএম নেতা রতন দাস বলেন, “সিপিআইএম সাধারণ মানুষের জন্য কাজ করে। তাই আমরা সাধারণ মানুষের কাছ থেকেই অর্থ সংগ্রহ করি। এই অর্থ দলের আন্দোলন ও সাংগঠনিক কার্যকলাপ চালানোর জন্য ব্যবহৃত হয়।” বর্তমানে ত্রিপুরা রাজ্যে সিপিআইএম-এর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ৩৭,০০০।
সিপিআইএম সূত্রে জানা গেছে, এই একদিনের তহবিল সংগ্রহ অভিযানের মাধ্যমে শুধু অর্থ সংগ্রহই নয়, বরং রাজ্যের মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল হিসেবেও এটি ব্যবহৃত হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের চাঁদা সংগ্রহ অভিযানে সিপিআইএমের পুরনো গণভিত্তিক রাজনীতির ছাপ স্পষ্ট।