আগরতলা, ২১ জুলাই, ২০২৫ঃ ত্রিপুরা হাইকোর্ট অডিটোরিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়। ত্রিপুরা বার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সদ্য আইন স্নাতক হওয়া ৮০ জন নবীন আইনজীবীর হাতে হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডঃ টি. অমরনাথ গৌড়। এছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি এস. দত্ত পুরকায়স্থ, বিচারপতি বি. পালিত, লেফটেন্যান্ট অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্ট আইনজ্ঞগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত। তিনি বলেন, “আইন একটি মহান পেশা, যেখানে শুধু জ্ঞান নয়, সৎ নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা অপরিহার্য। নতুন আইনজীবীদের উচিত সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে নিজেদের পেশাগত জীবন পরিচালনা করা।”
এই সনদ প্রাপ্তির মাধ্যমে নতুন আইনজীবীরা শুধু ত্রিপুরা নয়, বরং দেশের যেকোনও আদালতে মামলা লড়ার যোগ্যতা অর্জন করেছেন।
বর্তমানে ত্রিপুরা বার কাউন্সিলের অধীনে প্রায় ২,৫০০ আইনজীবী নিবন্ধিত রয়েছেন, যার মধ্যে ১৯ জন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠানে অতিথিরা নবীন আইনজীবীদের প্রতি শুভকামনা জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে নিষ্ঠার সঙ্গে পথচলার বার্তা দেন। এই দিনটি নবীনদের জন্য যেমন ছিল উৎসাহব্যঞ্জক, তেমনি রাজ্যের আইন পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।