আগরতলা, ২২ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা হাইকোর্টের নবম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিলেন বিচারপতি মামিদান্না সত্যরত্ন রামচন্দ্র রাও। সোমবার রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের পরই বিচারপতি রাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ত্রিপুরা হাইকোর্ট গঠনের পর বিচারপতি দীপক গুপ্তা ২০১৩ সালের ২৩ মার্চ থেকে ২০১৬ এর ১৬ মে পর্যন্ত প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। এরপর পর্যায়ক্রমে বিচারপতি টি ভাইফেই, অজয় রাস্তোগি, সঞ্জয় কারোল, অখিল কুরেশি, ইন্দ্রজিৎ মহান্তি, জসওয়ন্ত সিংহ, অপরেশ কুমার সিং দায়িত্ব পালন করেন। এবার বিচারপতি এমএস রামচন্দ্র রাও নবম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, পর্যটন মন্ত্রী সুসান্ত চৌধুরী সহ একাধিক বিচারপতি ও প্রশাসনিক কর্মকর্তারা। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি. অমরনাথ গৌড়, সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিশ্বজিৎ পালিত, প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ প্রমুখও উপস্থিত ছিলেন।
ত্রিপুরায় যোগদানের আগে বিচারপতি রাও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতির পদে কর্মরত ছিলেন। দীর্ঘ বিচার বিভাগীয় অভিজ্ঞতা রয়েছে তাঁর।
উল্লেখযোগ্যভাবে, বিচারপতি অপরেশ কুমার সিং সম্প্রতি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ১৫ জুলাই ত্রিপুরা থেকে বিদায় নেন। তাঁর অনুপস্থিতিতে বিচারপতি টি অমরনাথ গৌড় কার্যনির্বাহী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।
বিচারপতি রাওয়ের নিয়োগের ফলে বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে স্থায়ী বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল চার।