আগরতলা, ২৪ জুলাই ২০২৫:
ত্রিপুরার আদিবাসী সমাজের স্বার্থ সংরক্ষণে কেন্দ্রকে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডার সঙ্গে বৈঠক করলেন তিপ্রামথা দলের প্রতিনিধিদল। বৈঠকে নেতৃত্ব দেন দলের প্রতিষ্ঠাতা প্রধান ও রাজনীতিক প্রদ্যোত কিশোর দেববর্মা এবং পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী সিং দেববর্মা।
প্রধানত, এই বৈঠকে ত্রিপুরার ভোটার তালিকায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনার জন্য স্পেশাল এন্টেনসিভ ডিভিশন বা এসআইআর প্রক্রিয়া চালুর দাবি জানানো ল হয়। তিপ্রামথা নেতাদের অভিযোগ, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম অন্তর্ভুক্ত হওয়ার ফলে রাজ্যের ভূমিপুত্রদের রাজনৈতিক ও সামাজিক অধিকার বিপন্ন হচ্ছে। নির্বাচন কমিশন যেন দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু করে, তার জন্য কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়।
এছাড়াও বৈঠকে তিপ্রাসা একর্ড বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিনিধিদলের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এই চুক্তির বাস্তবায়ন আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার এবং প্রশাসনিক স্বীকৃতি নিশ্চিত করতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন প্রতিনিধিরা।
বৈঠকে ত্রিপুরার পারিপার্শ্বিক নিরাপত্তা পরিস্থিতিও উঠে আসে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলমান নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে প্রতিনিধিদল আশঙ্কা প্রকাশ করে, এর প্রভাব ত্রিপুরায় পড়তে পারে এবং তা রাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্রকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এই উচ্চপর্যায়ের আলোচনায় উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী সিং দেববর্মা, যিনি নিজেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানান, যাতে ত্রিপুরার আদিবাসীদের দীর্ঘদিনের দাবিগুলির দ্রুত সমাধান হয়।