আগরতলা, ২৪ জুলাই ২০২৫ঃ ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে আবারও নিজেদের সংগঠনিক শক্তি জাহির করল সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন-এর ব্যানারে সংগঠিত রাজভবন অভিযানে রাজধানী আগরতলার রাজপথে ব্যাপক জনসমাগম ঘটিয়ে নিজেদের সক্রিয়তা তুলে ধরল বিরোধী জোট।
এই অভিযানের মূল উদ্যোক্তা ছিল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সকাল থেকেই আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বাম সমর্থকদের ঢল নামে। প্যারাডাইস চৌমুহনী থেকে একটি বিশাল মিছিল রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়, যাতে নেতৃত্ব দেন সিপিএম রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অন্যান্য বাম ও তপশিলি জাতি সংগঠনের নেতারা।
মিছিল সার্কিট হাউস এলাকায় পৌঁছতেই পুলিশ ব্যারিকেড গড়ে তা আটকে দেয়। প্রশাসনিক বাধার কারণে মিছিল রাজভবনের দিকে এগোতে না পারলেও, সেখানেই একটি প্রতীকী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা দিতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “বিশেষ করে মৎস্য দপ্তরের কার্যকলাপ জনস্বার্থবিরোধী ও সম্পূর্ণ ব্যর্থ।” তিনি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১৩ দফা দাবি নিয়ে সরকারের জবাবদিহিতা দাবি করেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “বর্তমান রাজ্য সরকার গণবিরোধী নীতি অনুসরণ করছে। তাই আগামী দিনে আন্দোলনের জন্য সংগঠনের সব স্তরের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।”