আগরতলা, ২৫ জুলাই, ২০২৫ঃ
অতিসত্বর ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে তীব্র বিক্ষোভে সামিল হলেন এসটিজিটি পরীক্ষার চাকরি প্রার্থী যুবক যুবতীরা। শুক্রবার তারা প্রথমে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দেন এবং পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন।
প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত তার ফলাফল প্রকাশ করেনি টিআরবিটি। ফলে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়নি। প্রায় চার বছর অতিক্রান্ত হতে চললেও এই বিষয়ে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ তাঁদের।
চাকরি প্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীর দ্বারস্থ হলেও তাঁদের দাবির কোনো সমাধান মেলেনি। অথচ টেট পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে টিআরবিটি, যা তাদের মধ্যে বঞ্চনার বোধ আরও গভীর করেছে।
বিক্ষোভকারীদের দাবি, রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকারের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা অবিলম্বে এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তবে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। প্রশাসনের তরফে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত সপ্তাহে একই দাবিতে এসটিজিটি পরীক্ষার চাকরি প্রার্থীরা যুবক-যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দাবি জানাতে চেয়েছিলেন।