আগরতলা, ২৫ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরায় কলেজের এক ছাত্রীর সঙ্গে অপকর্মে জড়িত থাকার অভিযোগে সহকারী অধ্যাপক ডঃ শান্তনু মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করল উচ্চশিক্ষা দপ্তর।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে কমলপুর কলেজের অভিযুক্ত অধ্যাপক ও এক ছাত্রীকে আপত্তিকর ও অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিওটি সামনে আসার পর কলেজ মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং নৈতিকতার প্রশ্নে সরব হয় বিভিন্ন মহল।
উচ্চশিক্ষা দপ্তর এই ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করে এবং অবিলম্বে তদন্তের নির্দেশ দেয়। দপ্তরের এক সূত্র জানিয়েছে, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
ত্রিপুরা সরকারি কলেজ শিক্ষক সমিতি এই ঘটনাকে “নজিরবিহীন চারিত্রিক অধঃপতনের উদাহরণ” হিসেবে উল্লেখ করে কঠোর ভাষায় নিন্দা করেছে। তাদের মতে, একজন শিক্ষক সমাজের পথপ্রদর্শক, তার কাছ থেকে এমন আচরণ শিক্ষার পরিবেশকে কলুষিত করে।
এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কলেজ সহ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের দাবি মেনে রাজ্যের বিভিন্ন কলেজগুলিতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয় উচ্চশিক্ষা দফতর।