আগরতলা, ২৫ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরায় পর্যটনের উন্নয়নে শুক্রবার বিশালগড় কমলাসাগরে ১৮.৭৮ কোটি টাকার প্রকল্পের বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি কমলাসাগর পর্যটন পরিকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত কসবা ভিউ টুরিস্ট লজের উদ্বোধন করেন।
এই প্রকল্পটির আর্থিক সহায়তা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দর্শনার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে এই প্রকল্পের মাধ্যমে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চতুর্দশ দেবতা মন্দির এলাকায় পর্যটন উন্নয়নের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের আর্থসামাজিক মান উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশানির্দেশে ত্রিপুরা দ্রুত গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বনদোয়ারে ৫১ পীঠের আদলে নির্মিত ধর্মীয় পর্যটন কেন্দ্র রাজ্যকে নতুন পরিচিতি দেবে এবং পূণ্যার্থীদের আকৃষ্ট করবে। এর প্রভাবে রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি যেমন বাড়বে, তেমনই কর্মসংস্থানের নতুন দিকও খুলে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, “প্রসাদ স্কিমে ৫১ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে বনদোয়ার ধর্মীয় পর্যটন কেন্দ্র, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এছাড়া কসবেশ্বরী কমলাসাগর কালীবাড়ি এলাকাকেও সাজানো হচ্ছে প্রকল্পের অন্তর্ভুক্ত হিসেবে।” তিনি বলেন, “ধর্মীয় পর্যটনের পাশাপাশি ইকো ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দিকেও গুরুত্ব দিয়ে রাজ্যের পর্যটনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”