আগরতলা, ২৭ জুলাই, ২০২৫ঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ দেশের মানুষের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক তৈরি করেছে বলে মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার ছিল মন কি বাত-এর ১২৪তম পর্ব, যা উপলক্ষে আগরতলার জয়নগর এলাকায় একটি বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মজলিশপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিজেপির নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মন কি বাত-এর মাধ্যমে প্রধানমন্ত্রী গোটা দেশকে একসূত্রে গেঁথেছেন। মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এমন দৃষ্টান্ত আর কোনো বিশ্বনেতা স্থাপন করতে পারেননি।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর আহ্বান অনুযায়ী দেশবাসীকে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনা নিয়ে ভারত পরিভ্রমণে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি নিজেও।
২০১৪ সালের বিজেপি সরকার গঠন করে এবং মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপরগ্রহণ করার পর থেকেই জনসংযোগ ও জনমত বোঝার উদ্দেশ্যে চালু হয় মন কি বাত অনুষ্ঠানটি।
১২৪তম পর্ব উপলক্ষে রাজ্যজুড়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে একাধিক জায়গায় শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়, যার মাধ্যমে তৃণমূল স্তরের মানুষের সঙ্গেও কেন্দ্রীয় সরকারের সংযোগ স্থাপনের একটি দৃঢ় প্রয়াস লক্ষ্য করা যায়।