আগরতলা, ২৮ জুলাই, ২০২৫ঃ
আগরতলার বনকুমারি বাজার অটো স্ট্যান্ড এলাকা থেকে ব্রাউন সুগার সহ দুই মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ৯৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।
সূত্রে জানা গেছে, ধৃত দুই মহিলা আসাম থেকে এই মাদক সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করে। পুলিশ সুপার জানান, ৯টি আলাদা কেসে পাওয়া গেছে এই হেরোইন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।
এই অভিযানে উপস্থিত ছিলেন সদর এসডিপিও ও পূর্ব আগরতলা থানার ওসি। পুলিশের তরফে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং রাজ্যে মাদক পাচার চক্রের শিকড় উপড়ে ফেলার জন্য পুলিশ বিভাগ প্রতিজ্ঞাবদ্ধ।
পুলিশ সুপার কিরণ কুমার স্পষ্ট করে বলেন, “ত্রিপুরা মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। এই ধরনের অপরাধে যুক্তদের কোনওরকম রেহাই দেওয়া হবে না।”