আগরতলা, ২৮ জুলাই, ২০২৫ঃ
খোয়াই জেলার পূর্ব তকছাইয়া গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানের সময় সংঘটিত সহিংস হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন তিপ্রা মথা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল রিন্টু দেববর্মা, শচীন্দ্র দেববর্মা এবং তাপস দেববর্মা।
পুলিশ জানায়, এই হামলা ছিল পরিকল্পিত, যেখানে বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালানো হয়। হামলায় বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন। আহতদের মধ্যে তিনজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাম্পাহাওর থানার পুলিশ এই ঘটনায় মোট ১০টি ধারায় মামলা রুজু করেছে, যার কেস নম্বর ১৮/২০২৫। আজ বিকেলে ধৃত তিনজনকে আদালতে তোলা হয়েছে।
খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস আগেই জানিয়েছিলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেই অনুযায়ী পুলিশি তদন্তে গতি এসেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন ও চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি বলেন, “এই ধরণের ন্যক্কারজনক ও গণতন্ত্রবিরোধী সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুলিশ প্রশাসনকে কড়া আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি নেতারা বলেন, “এটি শুধু রাজনৈতিক হিংসা নয়, বরং জনগণের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করার সচেতন অপচেষ্টা।” তাঁরা তিপ্রা মথা দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন।