আগরতলা, ২৯ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও গ্রামীণ ব্যাংকের পেনশন ও ফ্যামিলি পেনশনভোগীরা আগামী ৩১শে জুলাই বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এক গণঅবস্থান ও ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছেন। পেনশন পুনর্মূল্যায়ন ও অন্যান্য ন্যায্য দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছে ফেডারেশন অব স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ারীস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেনশনার্স অ্যাসোসিয়েশন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ তিন দশক ধরে ব্যাংক পেনশন পুনর্মূল্যায়ন করা হয়নি। একতরফা মনোভাব ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি ১৯৯৩ সালের ২৫শে অক্টোবর ব্যাংক কর্মচারী ও অফিসারদের সংগঠন এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশ, আইবিএ এর মধ্যে পেনশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার ভিত্তিতে ১৯৯৫ সালে ব্যাংক এমপ্লয়িজ পেনশন রেগুলেশন তৈরি হয়।
পেনশনের অর্থ ব্যাংক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সুদসহ আইবিএ এর নিকট সমর্পণের মাধ্যমে গঠিত পেনশন ফান্ড থেকে প্রদান করা হয়। ফলে এই স্কিমে কেন্দ্রের বাড়তি আর্থিক অংশগ্রহণ প্রয়োজন হয় না। আন্দোলনকারীদের দাবি, রিজার্ভ ব্যাংক, নাবার্ড ও জেনারেল ইন্স্যুরেন্স পেনশনভোগীদের মতোই সমস্ত ব্যাংক পেনশনভোগীদের পেনশন পুনর্মূল্যায়নের সুবিধা নিশ্চিত করতে হবে।
তারা আরও জানান, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে যে বেতন ও পেনশন সংশোধন একে অপরের সাথে অবিচ্ছেদ্য ও এটি একটি আইনগত অধিকার। তাই অবসরপ্রাপ্তদের আত্মমর্যাদা রক্ষা ও সামাজিক নিরাপত্তার স্বার্থে আইবিএ ও কেন্দ্র সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।