আগরতলা, ২৯ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার খোয়াই জেলার আশারামবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে হামলার ঘটনার জেরে তিপ্রামথার ৩ কর্মীর গ্রেফতারকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার চাম্পাহাওর থানার ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো তিপ্রামথা সমর্থকরা।
গত ২৭ জুলাই আশারামবাড়ি বিধানসভার পূর্ব তকছায়া এলাকায় ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন হঠাৎই হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই হামলায় দুইটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, যাঁরা বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি পক্ষ থেকে চাম্পাহাওর থানায় এফআইআর দায়ের করা হলে, পুলিশ ২৮ জুলাই তিপ্রামথার তিন কর্মী—তাপস, রিন্টু এবং শচীন্দ্র দেববর্মাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে আদালতে তোলা হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এই গ্রেফতারকে ‘অন্যায়’ বলে দাবি করে মঙ্গলবার বিক্ষোভে ফেটে পড়ে তিপ্রামথা সমর্থকরা। চাম্পাহাওর চৌমুহনি বাজারে মিছিল করে থানার সামনে অবস্থান নেন কর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে সূত্রের খবর।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন তিপ্রামথার বাচাইবাড়ী জোনাল সভাপতি ত্রিদিপ দেববর্মা, জোনাল চেয়ারম্যান বিশু দেববর্মা, সাব জোনাল চেয়ারম্যান তাপস দেববর্মা-সহ এক প্রতিনিধিদল। তাঁরা থানায় গিয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে ডেপুটেশন জমা দেন। থানা সূত্রে জানানো হয়েছে, নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
তবে মথা নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে—আটক তিন কর্মী নির্দোষ এবং তাঁদের অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলন আরও তীব্র হবে এবং অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চলবে।