আগরতলা, ২৯ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার বিলোনিয়ার বড়পাথরী সোনারপুর হাই স্কুলের এক ছাত্রী তৃষা মজুমদারের মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর। বিদ্যালয়ের শিক্ষিকা বীনা পাটারি এই ছাত্রীকে বকাঝকা করেছিল বলে সে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। আত্মঘাতী ছাত্রীর পরিবারের তরফে শিক্ষিকা বীনা পাটারির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা হয়। ঘটনা নিয়ে এই ধরনের বিতর্ক দেখা দিলে তদন্ত সিদ্ধান্ত নিয়ে প্রশাসন। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা লিসা বর্ধন, মাধ্যমিক শিক্ষা দপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক এবং পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সুদীপ সরকার। কমিটিকে আগামীকাল, বুধবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, পড়াশোনায় অত্যন্ত মেধাবী তৃষা স্কুলের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছিল। অভিযোগ, স্কুলের শিক্ষিকা বীনা পাটারির অপমানজনক ব্যবহারের ফলে মানসিকভাবে ভেঙে পড়ে সে। রবিবার আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার শিক্ষা দপ্তরের তদন্তকারী দল অভিযুক্ত বায়োলজি শিক্ষিকা বীনা পাটারিকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে। তৃষার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনার পর রাজ্যের শিক্ষা পরিবেশ এবং স্কুলে শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

You May Also Like

Students of BTVM shines in CBSE’s Madhyamik, HS examination

Agartala, May 13: Student of Bhavan’s Tripura Vidyamandir has shine in this…

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

Minister Ratan Lal Nath submits complaint to Speaker against ‘Daily Desher Katha’ Newspaper

Agartala:Mar 26: “Tripura’s local newspaper ‘Daily Desher Katha’ has been accused of…

Tripura contributed ₹2.78 lakhs in revenue through agricultural and material production: Sushanta

Agartala: Mar 26: During the 2024-25 fiscal year, inmates in Tripura contributed…