আগরতলা, ৩০ জুলাই ২০২৫ঃ
আবহাওয়া পরিবর্তনের প্রভাবে ত্রিপুরার ঐতিহ্যবাহী চা শিল্প গভীর সংকটে পড়েছে। প্রাকৃতিক জলসেচের অভাবে উৎপাদন কমছে, অন্যদিকে কয়লা ও সার আমদানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় নানাবিধ সমস্যায় জর্জরিত রাজ্যের চা উৎপাদকরা। এই সংকটজনক পরিস্থিতি মোকাবেলায় বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধিদল।
ত্রিপুরা টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অঞ্জন দাসের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাজ্যের চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিনিধিদল জানায়, শতবর্ষের পুরনো এই শিল্প বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। আবহাওয়া পরিবর্তনের ফলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় চা বাগানে পর্যাপ্ত জলসেচের অভাব দেখা দিয়েছে। ফলে বাগানের উৎপাদন মার খাচ্ছে।
এছাড়াও, কয়লা আমদানিতে বাধা, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ এবং সার পাওয়ার সমস্যাও চা উৎপাদকদের দৈনন্দিন উৎপাদনে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে শিল্পটি টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানান উৎপাদকরা।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস।
সমীর রঞ্জন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে চা শিল্পের সমস্যাগুলি শুনেছেন এবং দ্রুত সমাধানে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সচিবকে।