আগরতলা, ৩০ জুলাই ২০২৫ঃ
ত্রিপুরার বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের একটি প্রতিনিধিদল বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে জনজাতি সমাজের কাস্টমারি ল, ধর্মীয় স্থানের উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের সময় সমাজপতিরা মুখ্যমন্ত্রীকে অবহিত করেন তাদের সামাজিক ও সাংস্কৃতিক দাবিদাওয়া সম্পর্কে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় কাস্টমারি ল-এর স্বীকৃতি, জনজাতি মন্দিরগুলির সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে।
মুখ্যমন্ত্রী সমাজপতিদের আশ্বস্ত করে বলেন, “সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের বিষয়ে আন্তরিক। সমাজপতিদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে, তা ধাপে ধাপে পূরণ করা হবে।” তিনি আরও বলেন, সমাজপতিদের নিজস্ব উন্নয়ন ও মর্যাদা রক্ষাও সরকারের অগ্রাধিকারভুক্ত।
বৈঠকে জম্পুইহিলের বেতলিংশিব সংক্রান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে অবহিত করা হয়েছে এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, শীঘ্রই তিনি নিজে বেতলিংশিব এলাকাটি পরিদর্শনে যাবেন।
ত্রিপুরী, মগ, মুড়াসিং ও রিয়াং জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। রাজ্যের জনজাতি সমাজের দাবি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে এই বৈঠক এক নতুন দিশা দেখাবে বলে মত পর্যবেক্ষকদের।