আগরতলা, ৩১ জুলাই, ২০২৫ঃ
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সলপোখার এলাকায় মাদক চোরাচালান রুখতে বড় সাফল্য পেল সীমান্তরক্ষী বাহিনী ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযান। জতরাপুর থানার সঙ্গে সমন্বয়ে চালানো এই অভিযানে একটি গাড়ি ও একটি বাড়ি থেকে মোট ১৪,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে।
বিএসএফ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বিএসএফ-এর একটি দল সলপোখার এলাকার বাসপোখার গ্রামে অভিযান চালায়। একটি লাল রঙের শেভরলে অ্যাভিও এলএস গাড়ি ও তার আশপাশের এলাকায় তল্লাশি শুরু হয়। পরে জতরাপুর থানার পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছলে যৌথভাবে অভিযান চালিয়ে ৭০টি প্যাকেট থেকে উদ্ধার হয় ১৪,০০০ ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ১.৪ কোটি টাকা।
ঘটনাস্থলের কাছেই থাকা একটি বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। ধৃতদের নাম সারফরাজ আহমেদ (মেরঠ, উত্তরপ্রদেশ), জুবায়ের (মোরাদাবাদ, উত্তরপ্রদেশ) এবং নজরুল ইসলাম (কোচবিহার, পশ্চিমবঙ্গ)। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জতরাপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, এই সফল অভিযান সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে বিএসএফ-এর সক্রিয় ও অটল ভূমিকার প্রতিফলন। ভবিষ্যতেও সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক চোরাচালান বন্ধে বিএসএফ দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে।