আগরতলা, ১ আগস্ট, ২০২৫ঃ
টেকসই উন্নয়নের লক্ষ্যে অসাধারণ সাফল্য অর্জন করল পশ্চিম ত্রিপুরা জেলা। নীতি আয়োগ কর্তৃক ২০২৩-২৪ সালের প্রকাশিত এসডিজি মূল্যায়ন অনুযায়ী, পশ্চিম ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের শীর্ষ পাঁচটি জেলার মধ্যে ‘ফ্রন্টরানার’ মর্যাদা পেয়েছে।
মূল্যায়নের ভিত্তিতে যেসব সূচক বিবেচনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে ক্ষুধামুক্তি, টেকসই নগর ব্যবস্থাপনা, দায়িত্বশীল ভোগ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং স্থলজ জীবনের সুরক্ষা।
এই উপলক্ষে শুক্রবার পশ্চিম জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। পরিকল্পনা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, জেলা শাসক ডা. বিশাল কুমার এবং পশ্চিম জেলার পুলিশ সুপারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “ত্রিপুরা দ্রুত টেকসই উন্নয়নের জাতীয় অগ্রগামী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে। পশ্চিম জেলার এই অর্জন তথ্যের স্বচ্ছতা, উদ্ভাবনী কার্যক্রম এবং জেলাভিত্তিক সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় সহযোগিতায় রাজ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের নির্ধারিত ১৭টি এসডিজি লক্ষ্য পূরণে সক্ষম হবে।