আগরতলা, ১ আগস্ট ২০২৫ঃ
তিপ্রাসা চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তিপ্রামথা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
বৈঠকে প্রদ্যোতের নেতৃত্বে একটি আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি সংসদ সদস্য কৃতি দেবী সিং দেববর্মা, টিটিএএডিসি-র প্রধান নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া, প্রতিমন্ত্রী ব্রিশাকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা ও ফিলিপ কুমার রিয়াং এবং জেলা পরিষদের সদস্য সৌদাগর কলাই।
বৈঠক শেষে প্রদ্যোত দেববর্মা তার সামাজিক মাধ্যমে জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে খুবই ভালো একটি বৈঠক হয়েছে। আমাদের রাজ্যের মানুষের স্বার্থে টিপরাসা চুক্তির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।” তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, ভারত সরকার টিপরাসা জনগণের প্রতি প্রতিশ্রুতি পালন করবে এবং চুক্তির অগ্রগতির ওপর তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন।
এই বৈঠককে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজ্যের আদিবাসী জনগণের স্বার্থে টিপরাসা চুক্তির দ্রুত কার্যকর হওয়ার প্রত্যাশা করছে তিপ্রামথা দলসহ রাজ্যের বহু মানুষ।