আগরতলা, ১ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা অন্যতম অর্থকরী ফসল রাবার গাছের পাতায় একটি রোগ দেখা দিয়েছে। রাজ্যের গোমতী, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন অঞ্চলে পরিপক্ব রাবার বাগানে পাতা ঝরে পড়ে যাচ্ছে। এই অস্বাভাবিক ঘটনায় রাবার বোর্ডের তরফে জানানো হয় যে, এই পাতা ঝরে পড়ার পেছনে একটি ছত্রাকজনিত রোগ দায়ী, যা মূলত একটানা ভেজা আবহাওয়া এবং আর্দ্র পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়ে।
রোগটি যাতে আরও ছড়িয়ে না পড়ে, তার জন্য চাষীদের কপার অক্সি-ক্লোরাইড দিয়ে পাতায় প্রতিরোধমূলক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। রাবার বোর্ড ইতিমধ্যেই এই রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
রাবার বোর্ড সূত্রে জানানো হয়েছে, কোনো চাষী যদি লক্ষ্য করেন যে তার বাগানে অতিরিক্ত পাতা ঝরছে বা পাতাগুলি তামাটে লাল রঙ ধারণ করছে, তবে দেরি না করে নিকটস্থ রাবার বোর্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
রাবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ স্প্রে ব্যবহারের মাধ্যমে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব, তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
রাবার চাষীদের সচেতন এবং সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।