আগরতলা, ৩১ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা সফরে এসেছেন বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। তিনি ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত চারদিনের রাজ্য সফর করবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ১ আগস্ট সকাল ১১টায়, তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে করে আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে এসে পৌছান। এরপর তিনি শহরের আলবার্ট এক্কা পার্কে মাল্যদান করেন। দুপুরে তিনি পরিদর্শন করেন বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলা আইসিপি ও আখাউড়া ল্যান্ড পোর্ট। সন্ধ্যায়, তিনি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পরে নৈশভোজে অংশ নেবেন।
২ আগস্ট শুক্রবার, তিনি সকালে আগরতলা আইসিপি হয়ে আখাউড়া ল্যান্ড পোর্ট পার হয়ে আশুগঞ্জ সফরে যাবেন। দুপুরে আগরতলায় ফিরে আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্প নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন।
৩ আগস্ট শনিবার, সকাল ১১টায় তিনি রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি দক্ষিণ ত্রিপুরার সাবরুমের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানকার আইসিপি ও মৈত্রী সেতু পরিদর্শন করবেন।
৪ আগস্ট রবিবার, হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগরতলা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।